১০৫ লাশের পরিচয় আর মিলল না
১০৫ জনের পরিচয় এখনো মেলেনি। আদৌ হয়তো আর মিলবে না। এঁরা এখন থেকে কেবলই শনাক্তহীন লাশ। সবাই সাভারের রানা প্লাজা ধসের শিকার। আর এই ১০৫ লাশের পরিচয় অশনাক্ত রেখেই শেষ করা হলো ডিএনএ পরীক্ষা। রানা প্লাজা ধসের প্রায় এক বছরে অশনাক্ত ৩২২ জনের মধ্যে মোট ২০৬টি লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ছাড়া ১১টি লাশের ক্ষেত্রে দুজনের ডিএনএর মিল পাওয়া যায়। ঢাকা মেডিকেল কলেজের জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির পক্ষ থেকে ডিএনএ পরীক্ষার ফলাফল গত মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। শ্রম মন্ত্রণালয়...
Posted Under : Health News
Viewed#: 12
আরও দেখুন.

